Our Feeds

Wednesday, December 19, 2018

Writer

Best Advice for all

Best  Advice for all


শক্তি রেখে যারা চলে তারা কখনো হারেনা,
ব্যর্থতা একটি পরিক্ষা মাত্র।
স্বীকার করো কি ঘাটতি রয়েছে দেখ এবং 
সেগুলো পূরণ কর যতক্ষণ না তুমি সফল হও।
শান্তির ঘুম ত্যাগ করো ও লড়াই করে যাও
মাঠ ছেড়ে পালিয়ে যেওনা,
কিছু না করলে বিজয়ের ধ্বনি শোনা যায় না।
যে শক্তি রেখে চলে সে কখনো হারেনা।


Tuesday, December 11, 2018

Writer
-(নারীর অাত্নকথন)

প্রত্যেক নারী দেখতে ভিন্ন হলেও
স্বভাবটা প্রত্যেকের একই,
সে কী চায়
সে নিজেই জানেনা।
শুধু বসে বসে স্বপ্নের দেয়াল গড়ে,
অার ভাঙে।
শেষমেশ সৃষ্টিকর্তা যেটা লিখে রাখে,
সেটাই তারা মেনে নিতে শিখে যায়।
প্রেমে পড়লে সব নারীই হয়ে ওঠে সদ্যজন্ম শিশু
রেগে গেলে হিংস্র বাঘ অথবা নীরব ঘাতক;
পুরুষকে কখনো ভাবে বন্ধু;
কখনো ভাবে শত্রু অাবার
কখনো সে কী ভাবছে
তা নিজেই জানেনা!
প্রায় প্রত্যেক নারীই পুরুষের রুপে নয়
কর্মে মোহিত হয়,
কর্ম অার ব্যক্তিত্বের মাঝে
তারা খুঁজতে চায় অাসল ভালোবাসা।
প্রায়শ নারী বিছনায় নয়
সুখ খোঁজে সু-অাচরণে।
দিনশেষে কাঙ্খিত মানুষের সুব্যবহারে
তার হৃদয় উৎফুল্ল হয়ে ওঠে।
বিশেষ দিনে বিশেষ কিছু ঘটুক
প্রত্যেক নারীই প্রত্যাশা করে,
পুরুষকে নারী শুধুই শয্যা সঙ্গী নয়,
কর্ম সঙ্গী হিসেবে পেতেই বেশি ভালোবাসে।
অঢেল অর্থ,সম্পদ নয়,
বরং নারী চায় কেউ তার ইচ্ছার যথার্থ মূল্যায়ন করুক।
পৃথিবীর প্রত্যেক নারীরই রুপ,গুণ,গঠন,ভিন্ন হতে পারে;
কিন্তু দিনশেষে জীবনসঙ্গী নিয়ে তাঁদের ইচ্ছগুলো প্রায় এক-ই-(নারীর অাত্নকথন)।


Saturday, January 13, 2018

Writer

ভুল যাত্রা-Vhul Jatra

                                            ভুল যাত্রা



জীবনের এতোটা পথ পেরিয়ে এসে
অাজ মনে হয় সারাটি জীবন,
শুধু ভুলপথে হেঁটেছি। 
                                              জীবন পথের বাঁকে দাঁড়িয়ে                                                  

 পিছু ফিরে দেখি ফিরে যাবার পথ নেই। 
সামনে তাকালে মনে হয় -
হয়তো অাবার যেতে হবে,
কোনো এক ভুলপথে। 
তবু সামনে এগিয়ে যাই, 
অাবার নতুন করে হেঁটে চলি,
অারও এক ভুল পথে। 
হয়তো এরই নাম জীবন -
ভুল-ঠিক যাই হো,
তবু সামনে এগিয়ে যেতে হয়।