Our Feeds

Saturday, January 13, 2018

Writer

ভুল যাত্রা-Vhul Jatra

                                            ভুল যাত্রা



জীবনের এতোটা পথ পেরিয়ে এসে
অাজ মনে হয় সারাটি জীবন,
শুধু ভুলপথে হেঁটেছি। 
                                              জীবন পথের বাঁকে দাঁড়িয়ে                                                  

 পিছু ফিরে দেখি ফিরে যাবার পথ নেই। 
সামনে তাকালে মনে হয় -
হয়তো অাবার যেতে হবে,
কোনো এক ভুলপথে। 
তবু সামনে এগিয়ে যাই, 
অাবার নতুন করে হেঁটে চলি,
অারও এক ভুল পথে। 
হয়তো এরই নাম জীবন -
ভুল-ঠিক যাই হো,
তবু সামনে এগিয়ে যেতে হয়।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »