Our Feeds

Thursday, September 28, 2017

Writer

সব মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সব মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি করেছে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক
(সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। নির্ধারিত
সময়ে এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য ১৯৮৬টি আসনের বিপরীতে আবেদন
করেছে ২ লাখ ৯৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বে ১৫১ জন। যা
জাবির ইতিহাসে এবারই প্রথম।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর ভারপ্রাপ্ত পরিচালক কে
এম আক্কাস আলী জানান, অনুষদ ভিত্তিক পরীক্ষায় ‘এ’ ইউনিটে (গাণিতিক ও
পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছে ৬৫,৮৭৭ জন, “বি” ইউনিটে (সমাজ
বিজ্ঞান অনুষদ) ২৭,২৫৩ জন, “সি” ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) এবং
“সি১” (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এর জন্য আবেদন করেছে
যথাক্রমে ৩৮,১৯৫ জন ও ৫০৯৬ জন , “ডি” ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৭৭,২৮১
জন, “ই” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮,৭৭৪ জন, “এফ” ইউনিটে
(আইন অনুষদ) ২৫,৬২৩ জন, “জি” ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস
এ্যাডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ) এ ১০,৪৮৩ জন ও “এইচ” ইউনিটে
(ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২১,৭৯০ জন পরীক্ষার্থী।
এছাড়া এবারই প্রথম শুরু হতে যাওয়া “আই” ইউনিট অর্থাৎ বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও
সংস্কৃতি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছে ৫,৪৬৫ জন শিক্ষার্থী।
এদিকে প্রকাশ করা হয়েছে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ। ৮ অক্টোবর
রবিবার গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ “এ” ইউনিট” এর মধ্য দিয়ে
শুরু হবে ভর্তি পরীক্ষা কার্যক্রম। দ্বিতীয় দিন ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে “এ”
ইউনিট” ও “আই” ইউনিটের” পরীক্ষা। এরপর “ডি” ইউনিটের” পরীক্ষা যথাক্রমে
১০ ও ১১ অক্টোবর, কলা ও মানবিকী অনুষদ “সি” ইউনিটের” এবং “সি১” এর
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
“বি” ইউনিট” ও “জি” ইউনিট এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। ১৬
অক্টোবর “ই” ইউনিটের এবং “এইচ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ১৭ অক্টোবর “এফ” ইউনিট আইন অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে
ভর্তি পরীক্ষা। প্রতিদিন ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট
শুরু হবে সকাল নয়টায় এবং শেষ হবে বিকাল পাঁচটায়।
ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘এ, বি, সি, ডি, ই’ ইউনিটের ৫৫০
টাকা এবং ‘সি১’ (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা), ‘এফ, জি, এইচ, আই’
ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫০ টাকা। ফলে
সব মিলিয়ে প্রায় ১৫ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি করেছে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »